বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত রবিবার (১৭ জানুয়ারী) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহা সচিব মোঃ শফিকুল ইসলামের স্বাক্ষারিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বীরের সন্তান আল-মামুন সুমন মোল্ল্যাকে আহ্বায়ক এবং বীরের সন্তান এস. এইচ. শামীম কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি নির্বাচিত করা হল।
এই পত্র জারির ৩ মাসের মধ্যে গেজেট ও ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে সকল জেলা কমিটি গঠন করে, পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের লক্ষ্যে সংগঠনের প্যাডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কার্যালয়ের চেয়ারম্যান/মহাসচিব বরাবর আবেদন করার নির্দেশ প্রদান করা হল। গঠনতন্ত্রের আইন- কানুন মেনে সংগঠন পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত থাকলে কমটি বাতিল বলে গণ্য হবে।
আহ্বায়ক কমিটিতে রয়েছেন, সদস্য ডাঃ দিদারুল আলম শাহীন, ডাঃ এস.এম. তুষার আলম,সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, এ্যাড. জাহিদ ইসলাম (বাবু), শেখ মেহেদী হাসান বুলবুল, মোঃ জাফর ইকবাল মিলন, মোঃ সালাহ উদ্দিন, এ্যাড. নাজমুল ইসলাম লিটন, প্রভাষক মোঃ শফিকুল ইসলাম (রাসেল), মোঃ জামিনুর ইসলাম সাগর, আব্দুল্লাহ আল মামুন অলি, শেখ কাউসারী আজাদ, নাসরিন আক্তার, শেখ কামরুল ইসলাম পলাশ, শিকদার মঞ্জুরুর রহমান, শেখ হাসান মাহফুজ, মোঃ আমিনুল ইসলাম, শেখ আবু হুরাইয়া সুজা, মোঃ ইকবাল আল চৌধুরী রনি, ইঞ্জিঃ মাজাহারুল হাসান (রিফাত), মোঃ রাজিবুল ইসলাম রিয়াজ, মোস্তফা কামাল রাজা, শেখ হাসান মাহমুদ টোটন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এ হোসেন