শহিদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনার দৌলতপুর শহিদ মিনার চত্ত্বরে আজ (সোমবার) রাত সাড়ে সাতটায় বিনামূল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, সেবাই ধর্ম। সেবা করলে মানুষের কাছাকাছি যাওয়া যায়। শহিদ অধ্যাপক আবু সুফিয়ান সারা জীবন মেহনতি ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়ে। মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদান ছিলো স্মরণীয়। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান নিজে বিনামূল্যে চিকিৎসাসেবা নেন।
এসময় বিজেএর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বন্দ, মহানগর ছাত্রলীগের সহসভাপতি শামীমা সুলতানা হৃদয়, রিপন মোড়ল, একেএম নিবিড় রেজাসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সূত্র:তথ্য বিবরণী।
খুলনা গেজেট/এ হোসেন