খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়লো
  তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪

মারা গেছেন প্রখ্যাত অভিনেতা ভেলু প্রভাকরণ

বিনোদন ডেস্ক

বিনোদন দুনিয়ায় ফের নক্ষত্রপতন। না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় তামিল সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা, নির্মাতা ও সিনেমাটোগ্রাফার ভেলু প্রভাকরণ। বৃহস্পতিবার (১৮ জুলাই) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা ভেলু প্রভাকরণের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তার। গত কয়েকদিন ধরেই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

মরদেহ জনসাধারণের শ্রদ্ধার জন্য শনিবার (১৯ জুলাই) থেকে রোববার (২০ জুলাই) চেন্নাইয়ের ভালাসারাভক্কমে রাখা হবে। এরপর রোববার বিকেলে পরিবার ও কাছের মানুষদের নিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে মরদেহের। আর তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।

জানা গেছে, ভেলু প্রভাকরণ প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী ও পরিচালক জয়া দেবীকে। কিন্তু সেই সংসার শেষ মুহূর্তে এসে টিকে উঠেনি। তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে ২০১৭ সালে ৬০ বছর বয়সে দ্বিতীয় সংসার শুরু করেন অভিনেতা। অভিনেত্রী শৃলে দাসের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। ২০০৯ সালে ‘কধল কধই’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা।

১৯৮৯ সালে পরিচালক হিসেবে পথচলা শুরু করেন ভেলু প্রভাকরণ। তবে এরও আগে সিনেমাটোগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরিচালক হিসেবে অভিষেকের পর ‘নলয়া মনিথন’ সিনেমা মুক্তি পায়। পরের বছর তার পরিচালনায় মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘অধিশয় মনিথন’। দুটি সিনেমাই বক্স অফিসে ধাক্কা খাওয়ার পর দৃষ্টি দেন অ্যাকশন সিনেমা তৈরিতে। তবে পরিচালক হিসেবে সাফল্য পাননি।

২০১৭ সালে শেষবার পরিচালক হিসেবে কাজকরেন ভেল প্রভাকরন। আর ২০১৯ সালে যাত্রা করেন অভিনেতা হিসেবে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘গ্যাংস অব মাদরাজ’, ‘ক্যাডেভার’, ‘পিৎজা ৩: দ্য মাম্মি’, ‘রেইড’, ‘ওয়েপন’। আর শেষবার দেখা গিয়েছে ‘গাজানা’ সিনেমায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!