হাসপাতালে ভর্তি বলিউডের বরেণ্য পরিচালক রাকেশ রোশান। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা হৃতিক রোশানের বাবা রাকেশ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ জুলাই) হঠাৎ অস্বস্তিবোধ করেন রাকেশ রোশান। তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেন। তবে এখন আগের চেয়ে ভালো আছেন রাকেশ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
এ বিষয়ে রাকেশ রোশানের কন্যা সুনয়না রোশান বলেন, ‘বাবার অ্যানজিওওপ্লাস্টি করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন, চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। তবে বেশ কিছুদিন বাবাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’ বর্তমানে রাকেশ রোশানের পাশে রয়েছেন তার পরিবার। স্ত্রী পিঙ্কি রোশান, কন্যা সুনয়না রোশান, পুত্র হৃতিক রোশান ও তার প্রেমিকা সাবা আজাদ এখন হাসপাতালে অবস্থান করছেন।
খুলনা গেজেট/এসএস