বাংলাদেশসহ বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের প্রভাব। প্রতিনিয়ত এর প্রভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটার এর তথ্য অনুযায়ী বুধবার রাত অবধি বিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৭৪৬ জন। এছাড়া মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৫২১ জনে।
সূত্রটি আরও জানায়, বিশ্বে বর্তমানে ৫০ লাখ ৬৩ হাজার ৮৪২ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৫৫৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।এছাড়া করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৯ লাখ ১৩ হাজার ৮৭৭ জন ।
এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৪৫৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন ।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তথ্যটি জানান।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে প্রাণঘাতী করোনাভাইরাস উৎপত্তি । এরপর ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ধীরে ধীরে বিশ্বের সর্বত্র ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে।
খুলনা গেজেট / এনআইআর