খুলনার একটি আদালত মাদকের দু’টি পৃথক মামলায় দু’জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত তাদের দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, খালিশপুর হাউজিং এস্টেটের বাসিন্দা মোঃ আমানউল্লাহ খানের ছেলে মোঃ ইকরামুল খান (২৮) ও শার্শা উপজেলার বেলতলা বাগুড়ী গ্রামের মৃত আবেদ আলী সরদারের মেয়ে মোছাঃ রিজিয়া খাতুন (৪০)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৫ মার্চ খুলনা মহনগর গোয়েন্দা কর্মকর্তারা নিয়মিত অভিযানে খালিশপুর হাউজিং বাজার মেইন রোড মাওলানা মোঃ নুরুল ইসলামের কাজী অফিসের সামনে থেকে মাদক বিক্রেতা ইকরামকে ৭০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে ওই ঘটনায় গোয়েন্দা এসআই অলকেশ চন্দ্র তরফদার বাদী হয়ে খালিশপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন, যার নং ৪১। একই বছরের ২৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখার এসআই আহসান কবির ইকরামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারাধীন সময় আদালত ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করেছেন।
আসামির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাকে আট বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা আরও অনাদায়ে পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
অপরদিকে ২০১৮ সালের ২৩ জুলাই হরিণটানা থানা পুলিশ জিরোপয়েন্ট বিসমিল্লাহ স্টোরের উত্তর পাশে রিজিয়া বেগমকে ২৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরে ওই ঘটনায় এসআই মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে মাদক আইনে মামলা দয়ের করেন, যার নং ১১। একই বছরের ২৯ সেপ্টেম্বর এসআই দীপক কুমার পাল তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা দুটি পরিচালনা করেন কে এম ইকবাল হোসেন ও কামরুল হোসেন জোয়ার্দার।
খুলনা গেজেট/ টি আই