মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো ঝিনাইদহ জেলার বাঘডাঙ্গা গ্রামের মৃত হারেজ বিশ্বাসের ছেলে মোস্তফা বিশ্বাস ও একই জেলার কোঁটচাদপুর গ্রামের দুলাল উদ্দিন দুলুর ছেলে জাহাঙ্গীর আলম।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৮ নভেম্বর রাতে খুলনা জেলা গোয়েন্দা শাখার একটি দল জানতে পারে ফুলতলা উপজেলার আলক চৌদ্দমাইল শহিদুল ইসলামের হোটেলের সামনে দাড়িয়ে থাকা একটি সার বোঝাই ট্রাকের কেবিনের মধ্যে ফেন্সিডিল রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দলটি উক্তস্থানে গিয়ে আটক করে। ট্রাকের ডাইভার মোস্তফা ও হেলপার জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকার করে ট্রাকের কেবিনের মধ্যে তিনটি বস্তায় ৫শ’ বোতল ফেন্সিডিল রয়েছে এবং তা কুমিল্লা জেলার উদ্দেশে নিয়ে যাচ্ছে। এসআই মুক্ত রায় ওইদিন রাতে তাদের আসামি করে ফুলতলা থানা মামলা দায়ের করেন ২০১৭ সালে ৪ জানুয়ারি জেলা গোয়েন্দা শাখার এসআই অর্জুন কুমার দাশ মোস্তফা ও জাহাঙ্গীরকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
খুলনা গেজেট/এনএম