খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

মাথায় পোকা ধরা অসহায় মহিলার পাশে ডুমুরিয়ার ওসি

ডুমুরিয়া প্রতিনিধি

অপরিচিত এক মহিলা, বয়সের ভারে শরীরটা নুয়ে আছে। মাথায় গভীর ক্ষত, আর ক্ষতস্থানে পোঁকা কিলবিল করছে। যন্ত্রণায় ছটফট করছে বৃদ্ধা মহিলা। এমনই একজনের দেখা মেলে খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া মহিলা কলেজের পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে।

অসহায় বৃদ্ধা মহিলা কোথা থেকে আসছে কেউই বলতে পারছে না। হয়ত দুর থেকে এসেছে এমনটাই বলছেন স্থানীয়রা। একপর্যায়ে ২৩ নভেম্বর  স্থানীয়রা পাশ্ববর্তী পল্লী চিকিৎসক রিয়াজুল ইসলামকে খবর দিলে এক মুহুর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান তিনি। তিনি তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং খোঁজ নেওয়ার চেষ্টা করেন আসলে এই বৃদ্ধার বাড়ি কোথায়, কোথা থেকে আসছে কিন্তু ঠিকানা যোগাড় করতে ব্যর্থ হয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানকে জানান। পরবর্তীতে অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান ও রিয়াজুল ইসলামের সহযোগীতায় বৃদ্ধ মহিলাকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!