ক্রিজে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেনকে বল ছুড়ে মারলেন শাহিন শাহ আফ্রিদি। বলের আঘাতে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন আফিফ।
ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আফ্রিদিকে ছক্কা মারেন আফিফ হোসেন। পরের বল তিনি ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় আফ্রিদির দিকে। শাহিন বল ধরেই স্টাম্পে ছুড়ে মারেন। আফিফ দাঁড়িয়েছিলেন ক্রিজে। রান নেওয়ার কোনো চেষ্টাই করেননি। তা সত্ত্বেও আফ্রিদি সজোরে বল ছুড়ে মারেন।
বল গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে যান। আফ্রিদিসহ পাক ক্রিকেটাররা আফিফের কাছে গিয়ে চোট গুরুতর কিনা খোঁজ নেন বটে, তবে শাহিনের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটবিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আফ্রিদি ব্যাটসম্যানের কাছে ক্ষমা চেয়ে নিলেও আইসিসি বিষয়টিকে কীভাবে বিবেচনা করে- সেটাই এখন দেখার।
Gets hit for a 6 and Shaheen Shah loses his control next ball!
I get the aggression but this was unnecessary. It was good however that he went straight to apologize after this.#BANvPAK pic.twitter.com/PM5K9LZBiu
— Israr Ahmed Hashmi (@IamIsrarHashmi) November 20, 2021
কিছুদিন আগেই শেফিল্ড শিল্ডের ম্যাচে একইভাবে ব্যাটসম্যানের দিকে বল ছুড়ে নির্বাসিত হন জেমস প্যাটিনসন। বাংলাদেশের বিপক্ষে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করেন শাহিন আফ্রিদি।
খুলনা গেজেট/ এস আই