দিল্লিগামী স্পাইস জেটের বিমানে রবিবার আগুন লাগার ঘটনাটি ঘটেছে। যে কোনও সময় ঘটে যেতে পারত বড় বিপত্তি। কোনও মতে রক্ষা পেল বিমানটি। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। জানা গিয়েছে, নিরাপদেই পটনায় অবতরণ করেছে বিমানটি।
সংবাদসংস্থা জানিয়েছে, পটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করে বিমানটি।
সূত্রের খবর, টেক-অফের পরই এসজি৭২৫ বিমানের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তার পরই বিমানবন্দরে খবর দেওয়া হয়। বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
A Patna-Delhi #SpiceJet flight (Boeing 737-800) made an emergency landing soon after take-off as a #fire was reported at the plane
Locals have shared many videos wherein smoke is visible
(HT video) pic.twitter.com/IXpFsbnePr
— Hindustan Times (@htTweets) June 19, 2022
পটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ বলেছেন, ‘‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে। প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন।’’ ডিজিসিএ সূত্রে খবর, বিমানের ডানায় পাখির আঘাতেই এই বিপত্তি ঘটে। তার জেরেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করেন পাইলট।
খুলনা গেজেট-এস আই