‘শেখ হাসিনা বারতা, নারী পুরুষ সমতা’ এই পতিপাদ্যকে সসমনে রেখে কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও অসহায় দুস্থ মায়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মায়েদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এড. কমলেশ সানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কম্পিউটার অপারেটর আব্দুর রহমান ও অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম।
খুলনা গেজেট/এনএম