সমাজের লুটেরা, দুর্নীতিবাজ ও কালোবাজারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। শুধু তাই নয়, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা ও সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধে সামিল হয়ে মহান বিজয় দিবসের প্রত্যাশা পূরণ করতে হবে। কোনভাবেই মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে বিচ্যুত হওয়া যাবে না।
মঙ্গলবার (১৯) দুপুরে নগরীর দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ মিলনায়তনে ‘মহান বিজয়ের ৫২ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সম্মিলিত সামাজিক আন্দোলন খুলনা মহানগর শাখা এ সভার আয়োজন করে।
দৌলতপুর কলেজের অধ্যক্ষ এ এস এম আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক কৌশিক দে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, বীর মুক্তিযোদ্ধা ও সাম্যবাদী দল নেতা এফ এম ইকবাল, শিক্ষাবিদ এম হারুন অর রশীদ, শ্রমিক নেতা মোজ্জাম্মেল হক খান, সামাজিক আন্দোলনের জেলা সভাপতি প্রসেনজিৎ দত্ত, সহকারী অধ্যাপক আহসান হাবিব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শেখ মফিজুল রহমান হিরু, কলেজ শিক্ষক শংকর মন্ডল, উজ্জ্বল কুমার সাহা, নারী নেত্রী নিলু মিত্র, ছাত্রনেতা বিকাশ মন্ডল, মো. মিন্টু শেখ, সুব্রত কুমার মিস্ত্রি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রিপন আহমেদ।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বিজয়ের অর্ধশত বছরে কৃষি, শিল্প, প্রযুক্তিতে বাংলাদেশে উন্নয়নের উল্লেখযোগ্য ছোঁয়া লেগেছে। বৃটিশ ঔপনেবেসিক আমলতন্ত্র, দুর্নীতিবাজ ও লুটেরাদের কারণে তার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণ জরুরী।
খুলনা গেজেট/কেডি