খুলনার রূপসায় পানিতে ডুবে আব্দুল করীম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটি ওই এলাকার কৃষক মো. আরমান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শিশুটি বৃষ্টিতে নেমে উঠানে খেলা করছিল। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে উঠানের পাশের পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠে। এরপর তাকে মৃত্য অবস্থায় উদ্ধার করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে