মহান বিজয় দিবসের ৫১তম বর্ষ উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপি নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। শুক্রবার বিকাল ৩টায় পুর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় থেকে বর্নাঢ্য বিজয় র্যালি বের করা চেষ্টা করলে পুলিশের বাধায় র্যালি বের করতে পারেনি বলে অভিযোগ দলটির নেতাদের।
এদিকে দিবসটি উপলক্ষ্যে সুর্য্যদেয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৩০ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতৃবৃন্দ।
বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় চিরস্থায়ী থাকার যে স্বপ্ন দেখছে, তা এদেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। দেশে জনগণ বিনাভোটের সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনরোষের মুখে সরকার পালানোর পথ খুঁজে পাবে না।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, খান জুলফিকার আলী জুলু, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভীরুল আজম, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, এড. মাসুম রশিদ, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আহসান উল্লাহ বুলবুল, এড. মোহাম্মাদ আলী বাবু, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, নাজমুল হুদা চৌধুরী সাগর, আলী আক্কাস, ফারুক হোসেন, মনিরুজ্জামান লেলিন, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, শামসুল বারি পান্না, এড. তছলিমা খাতুন ছন্দা, ইশতিয়াক আহমেদ ইস্তি, নুরুল ইসলাম বাচ্চু, ইবাদুল হক রুবায়েত, আতাউর রহমান রুনু, ওহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, সিরাজুল ইসলাম লিটন, নিঘাত সীমা, সাজ্জাত হোসেন জিতু, রাবেয়া ফাহিদ হাসনা হেনা প্রমূখ।