খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

মসজিদে ঢুকে নামাজে বাঁধা দেয়ায় হিন্দু যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বারপোতা মসজিদে ইফতারির পর মাগরিবের নামাজ চলাকালীন সময়ে নামাজে বাঁধা দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি। মসজিদে নামাজ চলাকালীন সময়ে ইমামকে টেনে তুলে বলতে থাকে, তোদের দিন শেষ, আমাদের দিন শুরু, হরে কৃষ্ণ হরে রাম।

শুক্রবার (১৫ এপ্রিল) ইফতারের পর মাগরিবের নামাজ আদায়কালে এ ঘটনা ঘটে। মসজিদে ঢুকে মুসল্লিদের নামাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

আটক ওই ব্যক্তির নাম অশোক কুমার সরকার (৪২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বিজবার সরকারের ছেলে।

বারপোতা মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ আবু সাঈদ জানান, ইফতারির পর মসজিদের মুসল্লিরা সবাই মাগরিবের নামাজ আদায়রত ছিলেন। দ্বিতীয় রাকাতে বৈঠকে থাকা অবস্থায় একজন হিন্দু ধর্মের ভাই সামনে গিয়ে আমার দুই হাত ধরে টেনে তোলে। এরপর বলতে থাকে, তোমাদের আর সময় নাই। এরপর তাদের ধর্মের যে গানগুলো সেটা বলা শুরু করে। আমি মনে করি, এটা আমাদের মুসলমানদের বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র। বাংলাদেশে মুসলমানরা হাঙ্গামা দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে বলে আমাদের উপর দোষ দেয়। কিন্তু আজ আমি দেখলাম সম্পূর্ণ বিপরীত। নামাজে থাকাকালীন সময়ে এটা কিভাবে করার সাহস হয়। মসজিদে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার বসা ছিলেন। আমার হাত ধরে তুলে বলে, হরে কৃষ্ণ হরে রাম। মসজিদে ঢুকে এটা বলতে কিভাবে সাহস পায় তা আমার বোধগম্য নয়।

ঘটনার সময় মসজিদে নামাজ আদায় করতে যাওয়া পার্শবর্তী তেঁতুলতলা গ্রামের রিয়াসাদ আলম জানান, আমরা ইফতারি শেষ করে মাগরিবের নামাজ শুরু করি। ফরজ নামাজের দুই রাকাত তখন শেষ পর্যায়ে। মসজিদে থাকা প্রায় ১০০ মুসল্লিরা সবাই নামাজে মনোযোগি ছিলেন। এমন মুহূর্তে একজন হিন্দু ব্যক্তি পাঁচ কাতার পেছন থেকে সামনে গিয়ে ঈমামের হাত ধরে টেনে তুলে বলতে থাকে, “তোদের দিন শেষ আমাদের দিন শুরু, হরে কৃষ্ণ হরে রাম”। এসময় মসজিদের ঈমামসহ মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিবপুর ইউপি চেয়ারম্যান তখনও নামাজ পড়ছিলেন।

মুসল্লি রিয়াসাদ আলম আরও বলেন, মসজিদের উত্তর পাশে একটি মন্দির রয়েছে। সেখানে পহেলা বৈশাখ উপলক্ষ্যে পূজা চলছে। পূজার ওই অনুষ্ঠানে ৫০০-৬০০ মানুষ ছিল।

বারপোতা গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে মুসল্লি সেলিম রেজা জানান, ঘটনার পর নতুন করে আবারও নামাজ আদায় করা হয়। নামাজ শেষে থানায় ঘটনাটি জানানো হলে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নামাজের সময় বাঁধা দেয়ার ঘটনায় মুসল্লিরা তাকে আটক করে পুলিশে দেয়। এঘটনায় মসজিদের মুসল্লি সদর উপজেলার বারপোতা গ্রামের মৃত হযরত আলী গাজীর ছেলে আবুল হোসেন গাজী বাদি হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কাবির জানান, ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে অশোক সরকারকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুুতি চলছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!