বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর উপ-সচিব ফাহমিদা হক খান খুলনা মহানগরীর ময়লাপোতা হতে জিরো পয়েন্ট পর্যন্ত (৪ কিঃ মিঃ) সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, খুলনা সড়ক বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ আলী প্রমুখ।
খুলনা -চুকনগর -সাতক্ষীরা মহাসড়ক খুলনা শহরাংশ (৪ কিঃমিঃ) চার লেনে উন্নীতকরণ প্রকল্পটি ২০১৯ সালের ৮ আগস্ট একনেক কর্তৃক অনুমোদন পায়। এরপর ২০২০ সালের ৮ এপ্রিল আতাউর রহমান খান লিঃ এবং মাহাবুব ব্রাদার্স (প্রাঃ) লিঃ জেভি (জয়েন্ট ভেনচার) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পের চুক্তি মূল্য ৮০৭৮ দশমিক ৬৯ লক্ষ টাকা। প্রকল্পের মেয়াদ ২ বছর। চলতি বছরের ৭ এপ্রিল চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা। ইতিমধ্যে প্রকল্পের ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকী রয়েছে ৪০ শতাংশ কাজ। যা ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪৭ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। কাজের গুণগত মান দেখে উপসচিব সন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়।
এরআগে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান বেতগ্রাম -তালা -পাইকগাছা-কয়রা সড়ক (জেড-৭৬০৪) যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক প্রকল্প (এডিপি ক্রমিক নং -১৪০) কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সংগে ছিলেন খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, ঢাকা (ব্রীজ উইং)এর নির্বাহী প্রকৌশলী স্বপ্না বেগম, খুলনা সড়ক বিভাগ -২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
৩৩৯ দশমিক ৫৮ কোটি টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হবে।