খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

মধুমাসের শুরুতে খুলনার বাজার হিমসাগর ও বসুন্দিয়ার লিচুর দখলে

নিজস্ব প্রতিবেদক

বাজারে জ্যৈষ্ঠ মাসের রসালো ফল উঠতে শুরু করেছে। আম, লিচু ও কাঁঠালে ভরে গেছে শহরের দোকানগুলো। হিমসাগর আম আর বসুন্দিয়ার লিচু ফলের বাজার দখল করেছে। গতবারের তুলনায় এবার মৌসুমি ফলের ফলন ভাল হলেও দাম এখনও সাধারণ ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আম, লিচু এখন পাড়া-মহল্লার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে। ভ্রাম্যমাণ বিক্রেতারা ফলের ঝুড়ি সাজিয়ে বসেছেন।

খুলনার কাচাঁ ও পাকা ফলের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারি জানান, হিমসাগর আম বাজার ভরে গেছে। অন্য কোন জাতের আম বাজারে এতো আসেনি। আগামি ১০ থেকে ১৫ দিনের মধ্যে অন্য জাতের আম বাজারে আসতে শুরু করবে। প্রতিদিন কদমতলার আড়তগুলোতে সাতক্ষীরা থেকে আম আসছে এবং চাহিদা অনুযায়ী খুচরা বিক্রেতা ও ক্রেতারা ক্রয় করছেন। গতবারের তুলনায় এবার ফলন ভাল, দামও কম। প্রকারভেদে প্রতি মণ আম তিনি ১ হাজার থেকে ১৪ শ’ টাকায় বিক্রি করছেন।

মেসার্স ছাকিব ফ্রুট এজেন্সীর মোঃ ছাকিব জানান, তারা বসুন্দিয়ার লিচু এখনও বিক্রি করছেন। রাজশাহী ও ইশ্বরদীর লিচু এখনও বাজারে আসেনি। অনাবৃষ্টি ও দাবদাহের কারণে লিচুর উৎপাদন এবার কম। রাজশাহীর লিচু বাজারে উঠতে এখনও এক সপ্তাহ লাগবে । তার আড়তে প্রতিদিন যশোর থেকে দুই লাখ লিচু যশোরের বসুন্দিয়া থেকে আসে। তিনি পাইকারিতে প্রতি হাজার লিচু ২৫ শ’ থেকে ৩ হাজার টাকায় বিক্রি করেন।

ডাকবাংলা মোড়ের খুচরা ফল ব্যবসায়ীরা জানান, দোকানে প্রতিকেজি সুস্বাদু আম যথাক্রমে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ১শ’ যশোরের লিচু ৩৫০ টাকা বিক্রি করছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!