যশোরের মণিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নের নবনির্বাচিত ১৯০ সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রবিবার (৯ জানুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে তাদেরকে শপথবাক্য পাঠ করান ইউএনও সৈয়দ জাকির হাসান। অবশ্য আইনি জটিলতার কারণে দু’জন ইউপি সদস্য মেহেদী হাসান ও আলমগীর সিদ্দিকীর শপথ করেননি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মণিরামপুরের নির্বাচিত ১৬ ইউপি চেয়ারম্যান রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেন। পরে তাদের উপস্থিতিতে বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯০ জন সংরক্ষিত আসনের মাহিলা ও সাধারণ সদস্যর শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
সূত্র জানায়, গত ২৮ নভেম্বরে মণিরামপুরে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মণিরামপুরের রোহিতা চার নম্বর ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মেহেদী হাসান ও ঢাকুরিয়া ছয় নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের প্রার্থী আলমগীর সিদ্দিকী বিজয়ী হন। নির্বাচনে ঘোষিত ফলাফলে কারচুপির অভিযোগ এনে রোহিতার ৪ নম্বর ওয়ার্ডের টর্চ লাইট প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন উচ্চ আদালতে এবং ঢাকুরিয়ার ৬ নম্বর ওয়ার্ডের মোরগ মার্কার প্রার্থী সোহরাব হোসেন যশোর সহকারী জেলা জজ আদালতে মামলা করেন। নির্বাচনের ফলাফল সংক্রান্ত মামলা জটিলতা থাকায় বিজয়ী এ দু’জন মেম্বরকে শপথ নিতে ডাকা হয়নি।
মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ দুই মেম্বরের শপথ না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে মামলা চলমান থাকায় রোহিতা চার নম্বর ও ঢাকুরিয়া ছয় নম্বর ওয়ার্ডের বিজয়ী দুই মেম্বরের শপথ হয়নি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।
খুলনা গেজেট/এনএম