যশোরের মণিরামপুরে আটটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) রাত তিনটার দিকে উপজেলার সাড়াপোল বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মণিরামপুর ও সদর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, সাড়াপোল বাজারের আবু শাহীনের খাবার হোটেল, জয়নাল আবেদীনের ডেকোরেটর ও ফার্নিচারের দোকান, সবুজ হোসেনের মুদি দোকান, সোহাগ হোসেনের ইলেক্ট্রনিক্সের দোকান, রবিউল ইসলামের কম্পিউটার ট্রেনিং সেন্টার, আফসার আলী ও বজলুর গাজীর চা দোকান এবং আইয়ুব আলীর সেলুন ঘর।
শাহিনের খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস এর কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। এতে ব্যবসায়ীদের প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমান বলেন, রাতে হোটেলের চুলার ওপর কাঁচা কাঠ দিয়ে বাড়ি চলে যান হোটেল ব্যবসায়ী শাহিন। পরে চুলার সেই কাঠে আগুন লেগে হোটেল ধরে যায়। এরপর একে একে পাশের সাতটি দোকানে আগুন লাগে।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমাদের টিম ভোর চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তার আগে আমাদের যশোরের টিম ঘটনাস্থলে যায়। প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
মণিরামপুর থানার এসআই হাসান বলেন, আগুন লেগে সাড়াপোল বাজারের আট দোকান পুড়ে গেছে। রাতেই আমরা ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এ হোসেন