পরিবেশ অধিদপ্তরের অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজ-পত্র না থাকায় যশোরের মণিরামপুরে ঢাকা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে সরদার ব্রিকস নামক একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে।
রবিবার ২০ ডিসেম্বর বিকেলে উপজেলার দোদাড়িয়া এলাকায় অবস্থিত সরদার ব্রিকসে এ অভিযান চালানো হয়। এসময় ভাটা কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজ-পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা ভাটার আগুন নিভিয়ে দেয়ার পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
জানাযায়, ইতিপূর্বে সরদার ব্রিকস নামে উক্ত ইটভাটার লাইসেন্স থাকলেও বর্তমানে তৈরী করা ইটে রবি লেখা রয়েছে। উক্ত ইটভাটায় অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার। এসময় যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইটভাটায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন যশোর ফায়ার সার্ভিস ইউনিটের ইন্সপেক্টর লুৎফর রহমান খান।
খুলনা গেজেট/এ হোসেন