পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও জেলা প্রশাসনের ছাড়পত্র না নিয়ে কার্যক্রম চালানোর অভিযোগে যশোরের মণিরামপুরে আরো ৭টি ইটভাটায় অভিযান চালিয়েছে ঢাকা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। অভিযানে বুলডোজার দিয়ে ৩টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে উচ্ছেদ এবং ৪ টিতে ১৫ লক্ষ টাকা জরিমানা করে ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশীদ।
জানাযায়, সোমবার ২১ ডিসেম্বর সকাল থেকে মণিরামপুর উপজেলার ৭টি ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তর প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার। ফায়ার সার্ভিস এবং আইন-শৃঙ্খলা বাহিনী সাথে নিয়ে অভিযানকারী ভ্রাম্যমান আদালতের সাথে থেকে সহযোগীতা করেন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার ও সহকারী পরিচালক হারুন অর রশীদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদনসহ জেলা প্রশাসনের ছাড়পত্র না নিয়ে ভাটার কার্যক্রম চালানোর অভিযোগে মেসার্স সোনালী ব্রিকস, শরীফ ব্রিকস ও বোল্ড ব্রিকস ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া, মেসার্স সোহাগ-১, সোহাগ-২, মুন এবং বন্ড ব্রিকস মালিক কর্তৃপক্ষকে ১৫ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, একই অভিযোগে গত রবিবার বিকেলে উপজেলার দোদাড়িয়া এলাকায় অবস্থিত মেসার্স সরদার ব্রিকসে পরিবেশ অধিদপ্তরের একই ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়।
খুলনা গেজেট/কেএম