মণিরামপুরের পৌর এলাকায় গভীর রাতে একটি মুদি দোকানে তৃতীয় বারের ন্যায় দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের বিভিন্ন আইটেমের মুদি মালামালসহ মোবাইল থেকে ব্যক্তিগত বিকাশ সিম খুলে নিয়ে যায়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গভীর রাতে পৌর এলাকার বিজয়রামপুর বাঁধাঘাটা এলাকায় অবস্থিত ভাই ভাই স্টোরে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক স্থানীয় আতিয়ার রহমান জানান, বেচাকেনা শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। ফজরের নামাজের পর দোকান খোলার সময় দেখতে পান উপরের টিনের ছাউনি কেটে চোরেরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রকারের সিগারেটসহ অন্যান্য মুদি মালামাল নিয়ে গেছে। এছাড়া তার ব্যক্তিগত বিকাশে থাকা প্রায় ৫ হাজার টাকার সিমটি মোবাইল থেকে খুলে নিয়ে যায়।
তিনি জানান এর আগেও তার ব্যবসা প্রতিষ্ঠানে দুই বার চুরির ঘটনা ঘটেছে। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কত টাকার মালামাল চুরি হয়েছে জানতে চাইলে, দোকান মালিক আতিয়ার রহমান বলেন, কত আইটেমের মালামাল চোরেরা নিয়ে গেছে তা এ মুহুর্তে হিসেব মিলানো যাচ্ছেনা। স্থানীয়রা জানান, এলাকার একটি সংঘবদ্ধ মাদককারবারি চক্র কিছুদিন পূর্বে চুরি-ডাকাতি ও ছিনতাই করার সময় এলাকাবাসির চোখে ধরা পড়ে। এসব ঘটনায় স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটকও করে।
এ ব্যাপারে জানতে চাইলে, পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত থানার এসআই আকতারুল ইসলাম বলেন, বাঁধাঘাটা এলাকার চিহ্নিত চোরসহ কয়েকজন অপরাধীকে আটকের জন্য অভিযান চালানো হলেও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
খুলনা গেজেট/ টি আই