প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান রবিবার (৬ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন ভৈরব সেতুর খুলনা শহরাংশের রেলিগেট প্রান্তের ১৩ এবং ১৪ নং পিলারের কাজ সরজমিনে পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, খুলনা সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, সেতুর কনসালটেন্ট ফার্মের টীম লিডার রইসউদ্দিন, খুলনা সওজ ‘র উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লিঃ (করিম গ্রুপ)’র পরিচালক ইঞ্জিঃ এ কে এম মাহবুবুর রহমান খন্দকার, প্রজেক্ট ম্যানেজার এস এম নাজমুল, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ, উপদেষ্টার ২ ব্যক্তিগত কর্মকর্তা এম রিয়াজ কচি ও মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১ টায় উপদেষ্টা ড. মসিউর রহমান খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সেতুর নির্মাণ অগ্রগতি নিয়ে খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ), বাংলাদেশ রেলওয়ে, বন বিভাগ, বিআইডব্লিউটিএ , গণপূর্ত বিভাগের কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সেতুর কনসালটেন্ট ফার্মের কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।