খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  মিল্টন সমাদ্দারের প্রতারণায় সহযোগী ছিলেন তার স্ত্রী : ডিবি প্রধান
  জনগণের ভরসাস্থল অর্জন করতে সক্ষম হয়েছেন সেনাবাহিনী : প্রধানমন্ত্রী

ভারতকে ১১০ রানে আটকে দিল কিউইরা

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বোলিংয়ে নাস্তানাবুদ ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন ব্যাটিং শক্তিশালী দলটিকে ২০ ওভারে ১১০/৭ রানে আটকে ফেলে কিউইরা।

ভারতের ব্যাটিং দেখে হতাশ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি টুইটারে লেখেন ২০১০ সালের ক্রিকেট খেলছে ভারত।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১১ ওভারে ৪.৭২ গড়ে ৪ উইকেট হারিয়ে মাত্র ৫২ রান তুলে ভারত। তাদের এমন স্লোথ রান রেট দেখে হতাশ ইংলিশ সাবেক অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে ভারত। ৪৮ রানে ইশান কিশান, লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে টিম ইন্ডিয়া।

ট্রেন্ট বোল্ট, টিম সাউদির পর ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানেন ইস সৌদি। তাদের তুরুপের তাসে পরিনত হয়ে সাজঘরে ফেরেন ইশান কিশান, লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলি।

১৪.৩ ওভারে দলীয় ৭০ রানে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে বোল্ড করেন অ্যাডাম মিলনে। ১৯ বলে মাত্র ১২ রান করার সুযোগ পান পন্থ।

রোববার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। ট্রেন্ট বোল্টের গতির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইশান কিশান।

সুরাইয়া কুমার যাদবের পরিবর্তে সুযোগ পেয়ে ওপেনিংয়ে নেমে মাত্র ৮ বলে ৪ রান করে ফেরেন ইশান। তার বিদায়ে ২.৫ ওভারে ১১ রানে প্রথম উইকেট হারায় ভারত।

ইশান কিশান দলে ফেরায় ওপেনিং পজিশন ছাড়েন রোহিত শর্মা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেই ইশান কিশানের মতো ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ তুলে দেন রোহিত শর্মাও। লংঅনে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকা এডাম মিলনির হাতে বলটি পড়ে। কিন্তু সহজ ক্যাচটি তার হাত ফসকে পড়ে যায়। শূন্য রানে লাইফ পান ভারতীয় এ তারকা ওপেনার।

৫.৫ ওভারে দলীয় ৩৫ রানে টিম সাউদির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার লোকেশ রাহুল।

দলীয় ৪০ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শূন্য রানে ক্যাচ তুলে দেওয়া রোহিত শর্মাও। সাজঘরে ফেরার আগে ১৪ বলে এক চার ও এক ছক্কায় ১৪ রান করেন।

রোহিত আউট হওয়ার পর উইকেটে বেশি সময় স্থায়ী হতে পারেননি বিরাট কোহলি। ইস সৌদির বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। তার আগে ১৭ বলে মাত্র ৯ রান করার সুযোগ পান কোহলি।

দলীয় ৭০ রানে ফেরেন ঋষভ পন্থ। অ্যাডাম মিলনির বলে বোল্ড হয়ে ফেরেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। ১৯ বলে মাত্র ১২ রান করার সুযোগ পান তিনি।

এরপর ১৯তম ওভারে দলীয় ৯৪ রানে আউট হন হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর। দলকে সম্মানজনক স্কোর উপহার দিতে চেষ্টা করে যান রবিন্দ্র জাদেজা। তিনি ১৯ বলে দুই চার ও এক ছক্কায় অপরাজিত ২৬ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১১০/৭ রান (রবিন্দ্র জাদেজা ২৬*, হার্দিক পান্ডিয়া ২৩, লোকেশ রাহুল ১৮, রোহিত শর্মা ১৪, ঋষভ পন্থ ১২; ট্রেন্ট বোল্ট ৩/২০, ইস সৌদি ২/১৭)।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!