শনিবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে মুখিয়ে আছেন অসংখ্য ভক্ত-সমর্থক। একারণে আহমেদাবাদে আবাসিক হোটেলের ভাড়া বেড়েছে ২০ গুণেরও বেশি। সাধারণ সময়ে বিলাসবহুল হোটেলের ভাড়া থাকে দিন প্রতি ৬০০০ ভারতীয় রুপি। সেখানে শুক্রবার, শনিবার, রোববার-এই তিন দিনে দিনপ্রতি গুনতে হবে ৭০ হাজার রুপি।
অন্যদিকে স্বাস্থ্য চেকআপের জন্য শহরের কোনো এক হাসপাতালে থাকলে দিনপ্রতি গুনতে হবে ৭০০০ রুপি। একারণে তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে আহমেদাবাদের হাসপাতালগুলোতে এখন উপচেপড়া ভিড়। বেশ কিছু চিকিৎসক স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, হোটেলগুলো ২০ গুণ ভাড়া বাড়িয়ে নেয়ায় থাকার জন্য হাসপাতালের চেকআপ প্যাকেজ অনেকের কাছে বিকল্প উপায় হয়ে দাঁড়িয়েছে।
রয়টার্সকে আহমেদাবাদ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি তুশার প্যাটেল বলেছেন, ‘আমরা কিছু কেস দেখেছি যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এসে চেকআপ করানোর অ্যাপয়েন্টমেন্ট ও থাকার ব্যবস্থা করে নিয়েছে।’
তবে এমন কর্মকাণ্ডকে নিরুৎসাহিতও করছেন তারা। আহমেদাবাদের হাসপাতাল ও নার্সিং হোম অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের এভাবে ক্রিকেট ভক্তদের থাকতে দেয়ার বিষয়টিকে নিরুৎসাহিত করতে বলেছেন।
খুলনা গেজেট/ টিএ