২০০২ সালে সবশেষ ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল পুরুষ দল। এরপর থেকে চলছে শিরোপা খরা। পুরুষ দল ৫টি শিরোপা ঘরে তুললেও নারী ফুটবল দল একটিরও দেখা পায়নি। এবার আশা ছিল প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার। কিন্তু শেষ ষোলোতে যাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেলেসাওদের।
এই মুহূর্তে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চলছে নারী ফুটবল বিশ্বকাপের আসর। এবারের আসরে ব্রাজিল এফ গ্রুপ থেকে অংশগ্রহণ করছে। যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, জ্যামাইকা ও পানামা। এই চারটি দলের মধ্যে শীর্ষে থাকা দুটি দল যাবে পরের রাউন্ডে।
ইতিমধ্যে গ্রুপের সকলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। দুই ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ফ্রান্স। সমান জয় ও সমান ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে দুইয়ে আছে জ্যামাইকা। ব্রাজিল এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। পানামা দুই ম্যাচ থেকে কোনো জয় পায়নি।
আগামীকাল বুধবার (২ আগস্ট) মেলবোর্ন রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় জ্যামাইকার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচটি ব্রাজিল এবং জ্যামাইকা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।
নারী বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল জিতেছিল পানামার বিপক্ষে। জ্যামাইকা তাদের প্রথম ম্যাচে ড্র করেছিল ফ্রান্সের বিপক্ষে।
তবে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল হেরে যায় ফ্রান্সের কাছে এবং জ্যামাইকা পানামার বিপক্ষে জয় পায়। ফলে এখন গ্রুপে ভালো অবস্থানে আছে ফ্রান্স ও জ্যামাইকা।
শেষ ম্যাচে এখন মুখোমুখি হবে ব্রাজিল ও জ্যামাইকা এবং এই ম্যাচটি দুই দলের জন্যই গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচের মতই।
যদি শেষ ১৬তে যেতে চায় তাহলে ব্রাজিলকে অবশ্যই জিততে হবে। অন্যদিকে কোন রকমে ড্র করলেই চলছে জ্যামাইকার।
ব্রাজিল ও জ্যামাইকা ২০০৭ সালের পর দুইবার মুখোমুখি হয়েছে। এই দুই লড়াইয়েই ব্রাজিল জিতেছে। দুই ম্যাচে মোট ৮ গোল দিয়েছে ব্রাজিলিয়ানরা। তাই এই ম্যাচেও ব্রাজিলিয়ানরা জয়ের স্বপ্ন দেখতেই পারে।
খুলনা গেজেট/এমএম