ব্যক্তি মালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স, আফিল, জুট স্পিনার্সসহ বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে রবিবার বেলা ১১ টায় বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন , আমির মুন্সি, শেখ আয়বালি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা তৈয়বুর রহমান, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আঃ ওহাব, তোফাজ্জেল হোসেন, ওদুদ শরীফ, মোঃ আবজাল হোসেন, মন্টু চৌধুরী, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল, আবুল কালাম, আবুল কাশেম, মোকছেদ শেখ, চান মিয়া, আফিল জুট মিলের শ্রমিক নেতা কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, মোঃ এলাহী, মাহাতাব, লুফর হোসেন, জুট স্পিনার মিলের মোঃ আলাউদ্দিন, মোঃ কেসমতসহ বিভিন্ন মিলের শ্রমিক নেতৃবৃন্দ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামি ৮ সেপ্টেম্বর (বুধবার) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে সকাল ১০ টায় অনশন ও ১২ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান শ্রমিক নেতারা ।
খুলনা গেজেট/এনএম