খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই-২২ ব্যাচের শিক্ষার্থী তৌকির আহমেদ আবিদ আত্মহত্যা করেছে। সোমবার (৫ মে) দুপুর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন শাহ শিরিন সড়কের ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাড়ির কেয়ারটেকার সিয়াম জানান, তিন তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আবিদ একা থাকতেন। দুপুর ১টার দিকে পাশের কক্ষের আরেক ছাত্র ব্যক্তিগত প্রয়োজনে আবিদের কক্ষে যায়। বেশকিছু সময় ডাকাডাকির পর দরজা না খোলায় দরজার ছিদ্র দিয়ে দেখে ছাদের সঙ্গে তার লাশ ঝুলছে। তখন অন্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খবর দিলে তারা দরজা ভেঙে ফেলে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সহপাঠীদের ভাষ্যমতে, আবিদ দীর্ঘদিন ধরেই মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর শুনে বন্ধুবান্ধব, শিক্ষকসহ পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খাইরুল বাশার বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র আবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলেক পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সুরাতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই শিক্ষার্থী দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন বলে তিনি জানান।
খুলনা গেজেট/এইচ/এএজে