বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সদ্য তৈরি করা দুটি তাজা বোমা উদ্ধার করেছে। এ সময় বোমা কারিগরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক যায়নি ।
সোমবার (০৭ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রাম থেকে বোমা দুটি উদ্ধার করা হয় ।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে কয়েকজন দূষ্কৃতকারী বেনাপোল পোর্ট থানার স্থানীয় নারায়ণপুর গ্রামের দক্ষিনপাড়ার একটি বাগানে বোমা তৈরী করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার আশেক আলী কয়েকজন ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে তৈরী করা দুটি তাজা বোমা ফেলে পালিয়ে যায় কয়েকজন দূষ্কৃতকারী। এ সময় বেনাপোল পোর্ট থানায় খবর পাঠিয়ে বোমা দুটি তাদের হেফাজতে দেওয়া হয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী দুটি তাজাবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বোমা দুটি বেনাপোল পোর্ট থানা হেফাজতে দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/কেএম