বেনাপোল সীমান্তে ১৭টি স্বর্ণের বারসহ যুবককে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে উপজেলার খলশী সীমান্ত থেকে আটক করা হয় তাকে। আটক যুবক খলশী বাজার পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে মিকাইল হোসেন।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, সীমান্তের খলশী বাজার এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণেরবার পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ ও মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ দুইটি টহল দল সীমান্তের খলশী বাজার এলাকায় অভিযান চালায়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহল দলের বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে কোমরে বাধা অবস্থায় ১৭ পিস স্বর্ণেরবার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৮২৯ গ্রাম এবং সিজার মূল্য ২ কোটি ৮২ লাখ টাকা ৯০ হাজার টাকা। আটক মিকাইলকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড