খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল
খুবি উপাচার্যের সাথে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এ্যালামনাইরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

খুলনা ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যসোসিয়েশনের (কটঅঅ) সভাপতি মোঃ মনিরুল হাসান তুহিন এবং সাধারণ সম্পাদক মোঃ ফজলে রেজা সুমনের নেতৃত্বে নির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপাচার্যের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্যসাক্ষাৎ করেন। নির্বাহী কমিটির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং নব নিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপাচার্য এ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিসহ সকল সদস্যকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে এ্যালামনাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি এই এ্যাসোসিয়েশনের সক্রিয় কার্যক্রমের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও অবদান রাখার জন্য আহবান জানান।

আলোচনাকালে উপ-উপাচার্য এ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে তাঁর কর্মকালে তাদের সহায়তা প্রত্যাশা করেন। সৌজন্য সাক্ষাতকালে এ্যালামনাই এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলা হয় করোনা মহামারীর মধ্যে তাঁরা বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল ছয়শত শিক্ষার্থীকে ১৬ লাখ টাকা এবং এ্যালামনাইর একজন সদস্যের জটিল চিকিৎসায় ২৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের উপর জীবিকা নির্ভরশীল এমন ৪০ টি পরিবারকে আর্থিক ও খাদ্য উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তাদের আবেগ ও ভালোবাসার জায়গা এবং সবসময়ই তাঁরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তির সমুন্নত রাখতে সচেষ্ট। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নেতৃত্বে একাডেমিক উৎকর্ষ, গৃহীত উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক অগ্রগতির জন্য ধন্যবাদ জানান। এসময় এ্যসোসিয়েশনের আরও বেশ কিছু গৃহীত কার্যক্রম ও সুপারিশ নিয়েও আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসানসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্য এসময় উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!