কি নির্মম পরিহাস!
পৃথিবী আজ মৃত্যুপুরী
যে পৃথিবীতে প্রতিদিন
সূর্য উঠে অস্ত যায়
ভোরের পাখি নিত্য গান গায়
সকল হতেই বাড়ে মানুষের কোলাহল!
সেই পৃথিবী আজ অচল প্রায়
নেই পাখির ডাক, মানুষের কোলাহল
একদম নিথর নিস্তব্ধ!
শুধুই সারি সারি লাশের মিছিল
অট্টহাসিতে শকুনের ব্যবচ্ছেদ!
সহস্র লাখ একে একে দাঁড়াবে কোটিতে।
নিমজ্জিত মানবতার পুনঃ উত্থান
অজানা আশঙ্কায় ঘূর্ণায়মান পৃথিবী!
ভবিষ্যৎ তলিয়ে যাচ্ছে গভীর অতলে
কি হবে পৃথিবীর ভূ-খণ্ডের?
মুছে যাবে কি জীবনের অস্তিত্ব!
মহাপ্রলয় ধেয়ে আসছে কি দরজায়
প্রশ্ন বিবেকের আদালতে
ধুলিস্যাৎ হয়ে যাবে কি জীবাত্মা?
বিশ্ব মানবতা পড়েছে মুখ থুবড়ে
তবে কি করোনা সেই মৃত্যু দূত!
যে পৃথিবীকে নিয়ে যাবে শেষ আবর্তনে।
স্তমিত হবে কি নিদারুণ মহামারী
নেই কোন সদুত্তর জানা
করোনা যে বিশ্বের সর্বকোণে——
দিয়েছে কটাক্ষ হানা!
বুঝি বিরাম চিহ্ন পড়লো ঘাড়ের পরে।
(লেখক : উপ-সহকারী প্রকৌশলী, সিষ্টেম অপারেশন ওয়ার্কশপ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, শিরোমনি, খুলনা।)
খুলনা গেজেট/ এস আই