বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন নলিয়ানের অভিযানে বিরল প্রজাতির ১টি তক্ষক সাপ সহ ১ জন চোরা কারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম, মামুনুর রহমানের নেতৃত্বে আউট পোস্ট নলিয়ানের একটি অপারেশান দল খুলনা জেলার দাকোপ থানার অন্তর্গত নলিয়ান বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১জন চোরাকারবারী সহ বিরল প্রজাতির ১টি তক্ষক সাপ আটক করে।
আটক চোরাকারবারী খুলনা জেলার দাকোপ থানার সুতারখালী ইউনিয়নের সুতারখালী গ্রামের অজিব বৈষ্য’র ছেলে মনোজ বৈষ্য(৩৫)।
আটককৃত তক্ষকটির আনুমানিক বাজারমূল্য ৬৬হাজার টাকা বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবী করা হয়। বিরল প্রজাতির তক্ষকটির ওজন ২২০গ্রাম ও দৈর্ঘ্য ১২ইঞ্চি। উদ্ধারকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে ।
এ ব্যাপারে নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন’র নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘আলামত সহ চোরাকারবারী মনোজ বৈষ্যকে বন আইনে মামলা দিয়ে কোট হাজতে পাঠানো হয়েছে।’
খুলনা গেজেট/ এস আই