যশোরে দুই লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মুহতাসিম বিল্লাহ নামে এক বিজিবি সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিজিবি সদস্যের স্ত্রী শারমিন নাহার মামলাটি দায়ের করেছেন। শারমিন নাহার একই উপজেলার বনগ্রামের আব্দুল মজিদের মেয়ে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন। আসামি মুহতাসিম বিল্লাহ বাঘারপাড়া উপজেলার হলদা গ্রামের আব্দুল হাকিম মন্ডলের ছেলে।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ১৬ মে বিজিবি সদস্য মুহতাসিম বিল্লাহর সাথে শারমিন নাহারের বিয়ে হয়। বিয়ের পর মুহতাসিম বিল্লাহ বিভিন্ন মানুষের পাওনা পরিশোধের কথা বলে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি এ টাকা প্রদানে অপরাগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করতে থাকেন। গত ১০ জুলাই ঈদুল আজহা উপলক্ষে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যান মুহতাসিম বিল্লাহ। এখানেও তিনি দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ টাকা না দেয়ায় সংসার না করার হুমকি দেয় ও বাদীকে বাড়িতে রেখে চলে যান। এ কারণে বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন।
খুলনা গেজেট/এসজেড