খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন প্রফেসর এ এইচ এম শামসুর রহমানের ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন। বার্ধক্যজনিত কারণে তিনি আজ রবিবার সকাল পৌনে সাতটার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি কেশবপুর বায়সা গ্রামের মৃত আলহাজ্ব ইসমাইল শেখ এর পুত্র।
চাকরী জীবনে তিনি প্রথমে ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস বিভাগীয় প্রধান ছিলেন। পরবর্তীতে তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া সরকারি কলেজে কর্মরত ছিলেন। খুলনা নিজ খামার আল মা’হাদ আস সালাফি মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি চাকরী থেকে অবসরে যান। দীর্ঘদিন তিনি নানারোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্রসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা সকাল ১০ টায় আড়ংঘাটা আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গনে, দ্বিতীয় জানাজা খুলনা নিজ খামার আল মা’হাদ আস সালাফি মাদ্রাসা মাঠে এবং তৃতীয় জানাজা শেষে কেশবপুর নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
খুলনা গেজেট/ টি আই