খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

বিএমইটি ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুলিশ সুপার কার্যালয় চ্যাম্পিয়ন, কুয়েট রানার্সআপ 

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ৮ দলীয় বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় খুলনা পুলিশ সুপার কার্যালয় চ্যাম্পিয়ন এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রানার্স আপ হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাতে তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত কেএমটিটিসি প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর দত্ত, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম ।

উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেএমটিটিসি’র চীফ ইনস্ট্রাক্টর এম এ বারী, সদস্য-সচিব চীফ ইনস্ট্রাক্টর রুস্তম আলী, ইন্সট্রাক্টর সৈয়দ হাসান মুহাম্মদ তানভীর, জয়ব্রত ইজারদার, নিখিল চন্দ্র সরকার, মোঃ তৌহিদুর রহমান, আল মাহবুর, আজিজুল ইসলাম, শাহীনুর রহমান,পুলক সরকারসহ খেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক দর্শক।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলোঃ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা পুলিশ সুপারের কার্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-১, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-২, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ও খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।

খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৫ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি ৩ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!