খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

ব‌রিশা‌লেও বিএনপির গণসমাবেশে নেতা-কর্মীদের ঢল

গেজেট ডেস্ক

নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ বঙ্গবন্ধু ‍উদ্যান। স্লোগানে স্লোগানে মুখরিত গণসমাবেশ স্থল। বিভিন্ন ‍এলাকা থেকে মিছিল নিয়ে গণসমাবেশে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা।

শনিবার (৫ নভেম্বর) বেলা ২টায় গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও উপস্থিত বিপুল সংখ্যক জনতার চাপে বেলা সাড়ে ১১টায় এর কার্যক্রম শুরু করা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান ইতিমধ্যে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। সমাবেশস্থলের চারদিকে এক কিলোমিটার সড়কের সব লোকারণ্য হয়ে পড়েছে।

বরিশাল এখন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বিভিন্ন সড়ক অলিগলি থেকে একের পর এক মিছিল যাচ্ছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে। বরিশালে সব ধরনের যানবহন চলাচল বন্ধ রযেছে।

বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে ভিআইপি কলোনী গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারণ্য হয়ে পড়েছে। শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান নেন।

বঙ্গবন্ধু উদ্যানে ৫০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের মঞ্চ তৈরি করা হয়েছে। এ ছাড়া, মঞ্চের চারদিকে ও রাস্তায় মোট ১২০টি মাইক লাগানো হয়েছে। বিষয়টি জানান বরিশাল বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চ প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল হোসেন লিমন।

বিভিন্ন এলাকা থেকে ট্রলারে আসা বিএনপি নেতা-কর্মীরা উদ্যানের দক্ষিণ পাশে কীর্তনখোলার ত্রিশ গোডাউন, কেডিসি ও মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় ট্রলার ভেড়ান। নেতা-কর্মীবাহী শত শত ট্রলার এসে ভিড়েছে কীর্তনখোলা তীরের বিভিন্ন পয়েন্টে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!