বিএনপির কেন্দ্রীয় নেতা ও যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনকে বাঘারপাড়া থানা পুলিশ আটক করেছে।
শুক্রবার(২৯ জুলাই) রাত সাড়ে ১১ টায় থানার এসআই আওয়ালের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন। তিনি থানার পাঁচটি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি বলে পুলিশ জানিয়েছে।
ওসি ফিরোজ উদ্দিন জানান, শুক্রবার রাতে খবর আসে যশোর থেকে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব নড়াইলের দিকে যাচ্ছেন। এরই ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছাতিয়ানতলা মোড় থেকে তাকে আটক করে। টিএস আইয়ুবের বিরুদ্ধে থানায় ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। যার এসটিসি নম্বর ৭৭৫/১৫, ২২৬/১৯, ৩৮১/১৯, ৩৮৭/১৯ ও ৯৮/২২। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ওই ওয়ারেন্টের ভিত্তিতে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি ফিরোজ।
এদিকে, উপজেলা বিএনপির একটি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে শনিবার বাঘারপাড়া পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলকে কেন্দ্র করে প্রতিপক্ষদের ইন্ধনে তাকে আটক করা হয়েছে। যদিও এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওসি ফিরোজ উদ্দিন।
খুলনা গেজেট/ এস আই