বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক এ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
রূপান্তরের দিঘলিয়া উপজেলা কমিটির আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্যসেবা অফিসার সাইদা খাতুন, রূপান্তরের দিঘলিয়া উপজেলা প্লাটফর্মের সদস্য সচিব সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজনীন আক্তারী, রুপান্তরের প্রজেক্ট অফিসার শেখ আঃ হালিম প্রমুখ। এ্যাডভোকেসি সভায় প্লাটফর্মের কাজ উপস্থাপন করেন রূপান্তরের দিঘলিয়া প্লাটফর্মের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান।
সভায় দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ৩৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সভায় নিকাহ রেজিস্টার) কাজীদের অবৈধ কর্মকান্ড বন্ধের দাবিতে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলমের সাথে এ্যাডভোকেসি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনা গেজেট/এনএম