খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
  কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা
  ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
  যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে

বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ জখম ৮

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বেড়েছে। ইতিমধ্যে কয়েকজন প্রার্থী ও সমর্থকরা হামলার শিকার হয়েছেন ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার সকালে এ হামলার শিকার হয়েছেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর মোল্লা।

সন্ত্রাসী এ হামলায় তিনিসহ গুরুতর জখম হয়েছেন তার ভাই মন্নু মোল্লা, ছেলে এস এম আসিফ ইকবাল লোটাস, ভাগ্নে ইশতিয়াক হোসেন, মাহবুবুর রহমানসহ ৮ জন। এসময় সন্ত্রাসীরা তাদের বহনকারী মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

আহত বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদর মোল্লা বলেন, এদিন সকাল সাড়ে ১০টার দিকে তিনিসহ অন্যান্যরা একটি মাইক্রোবাসযোগে মনোনয়নপত্র জমা দিতে বাঘারপাড়া উপজেলা নির্বাচনী কর্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে হুলিহট্টমোড়ে সন্ত্রাসীরা তার গাড়িতে ব্যারিকেড দেয়। এসময় ধারালো অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারপিট করে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়। একইসাথে তার কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরে তাদের চিৎকারে গ্রামবাসী এসে উদ্ধার করে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

তিনি বলেন, জহুরপুর ইউনিয়ন পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে এদিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। পথে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারি ও আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান সমর্থিত মাসুদ, জসীম, রশিদ ও মোমিন তাদের ওপর এ হামলা চালিয়েছে।

আহতদের মধ্যে মাহবুবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসীম উদ্দীন জানিয়েছেন। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে বড় ধরণের ক্ষতের সৃষ্টি হয়েছে। পিটুনীতে বাকিদের হাত-পা ভেঙে গেছে।

উল্লেখ্য, এর আগে ঝিকরগাছা উপজেলার গদখালীতে নির্বাচনী গণসংযোগকালে হামলায় ৭ জন কর্মী আহত হন ও চৌগাছায় চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!