যশোরের বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী এক লাখ এক হাজার ৭৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী বিএনপির প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ২ হাজার ৩৩২ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী পেয়েছেন এক হাজার ৭৭৫ ভোট। বৃহস্পতিবার রাত আটটার দিকে এ তথ্য দিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান।
বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয় উপজেলার ৬৩টি কেন্দ্রে। সকালের দিকে ভোটারের উপস্থিতি ছিল কম। উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় খালেদুর রহমান টিটো (২৪) নামে এক যুবক নিহত হন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর কর্মী ছিলেন।এছাড়া আর তেমন কোনো সহিংস ঘটনা ঘটেনি।
নির্বাচন চলাকালে শান্তিপূর্ণ অবস্থা ছিল বলে জানান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। অবশ্য, বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার শুণ্য দেখা যায়। সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা সদস্য নিয়োজিত ছিল।
এদিকে, বুধবার রাতেই বাঘারপাড়ার উপনির্বাচনে ভোট চুরির অভিযোগ এনে বর্জণের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী। দুপুরে বিএনপির প্রার্থী শামসুর রহমান আনুষ্ঠানিকভাবে ভোট বর্জণের ঘোষণা দেন। তার প্রধান নির্বাচনী এজেন্ট বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা বৃহস্পতিবার দুপুর দেড়টায় এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রাতেই আওয়ামী লীগের লোকজন ভোট কেটে নিয়েছে। তাছাড়া, তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করতে দেয়নি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, যুবদল সভাপতি একলাস হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার, তিতাস হাসান, লিপন প্রমুখ।
খুলনা গেজেট/এনএম