খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাঘারপাড়া পৌরসভার মেয়রকে বয়কটের ঘোষণা কাউন্সিলরদের

নিজস্ব প্রতিবেদক, যশোর

অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ এনে বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুকে বয়কট ঘোষণা দিয়েছেন ওয়ার্ড কাউন্সিলররা। রোববার বিকেল তিনটায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে মেয়রকে বয়কটের ঘোষণা দেন সাতজন কাউন্সিলর ।

লিখিত বক্তব্যে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সর্দার শহিদুল ইসলাম দাবি করেন, পৌরসভায় কর্মরত মাস্টাররোলের টিউবওয়েল মেকার রবিউল ইসলামকে সহকারী হিসাব রক্ষকের দায়িত্ব দিয়ে ভুয়া বিল ভাউচার বানিয়ে মেয়র বাচ্চু অর্থ আত্মসাৎ করেছেন। ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের মেয়াদ শেষ হলেও আইইউআইডিপি ও এডিপির বরাদ্দকৃত কাজ করেননি তিনি। এছাড়া, আত্মীয়দের বাইরে কারও নামে ঠিকাদারি লাইসেন্স নবায়ন না করা, অনিয়মিত মাসিক মিটিং, কাউন্সিলরদের জোরপূর্বক ভয় দেখিয়ে পরবর্তী মিটিংয়ের স্বাক্ষর করানো, মাসিক মিটিংয়ের রেজুলেশন কপি কাউকে না দেখানো, মাসে এক-দুদিন বাদে অফিস না করা, অফিসিয়াল কাগজপত্র দেখতে চাইলে কাউন্সিলরদের অকথ্য ভাষায় গালিগালাজসহ দীর্ঘদিন নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করে আসছেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু বলে দাবি করেন ভুক্তভোগী কাউন্সিলররা।

কাউন্সিলর শহিদুল ইসলাম আরও বলেন, মেয়র নিজ বাসায় থাকা সত্ত্বেও প্যানেল মেয়র শরিফুল ইসলামকে দিয়ে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারেশ কায়েমসহ সব ধরণের কাগজপত্রে স্বাক্ষর করান, যা আইন পরিপন্থী। বিগত পাঁচ বছরে উপজেলা পরিষদ থেকে টিআর প্রকল্পে বরাদ্দকৃত কোনো কাজ করেননি মেয়র বাচ্চু বলেও অভিযোগ আনা হয়। মেয়রের সাথে দেখা করতে চাইলে কাউন্সিলরদের নিজ বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে হয়রানি করেন বলে দাবি করেন কাউন্সিলর শহিদুল ইসলাম। ওয়ার্ডবাসীর সেবা দেয়ার লক্ষ্যে নির্বাচিত হলেও মেয়র স্বেচ্ছাচারিতায় হাত গুটিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ পান না কাউন্সিলররা বলে দাবি করেন তিনি। মেয়রের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ থাকার কারণে উপস্থিত কাউন্সিলররা মেয়রকে বয়কটের ঘোষণা দেন। এর আগে গত ২২ জুন প্যানেল মেয়রের কর্মকান্ডের প্রতি ক্ষুব্ধ হয়ে অনাস্থা প্রস্তাব করেন বাঘারপাড়া পৌরসভার নয়জন কাউন্সিলর। মেয়র কামরুজ্জামান বাচ্চুর এসব অনিয়মের প্রতিকার ও তদন্তমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন কাউন্সিলররা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ, ২ নম্বর ওয়ার্ড কউন্সিলর শাহিন আলম, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওলিয়ার রহমান, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সম্পা রানী সরকার, নমিতা স্বর্মা ও তাসলিমা খাতুন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!