বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুরের মা লাইলী বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (০৯ জুলাই) সকাল ৮টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী আব্দুর রাজ্জাক গাজী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার রড় ছেলে জিএম মঞ্জুরুল হক বলেন, ডুমুরিয়ার রুদাঘরায় গ্রামের বাড়িতে রাতে শ্বাসকষ্ট শুরু হলে মাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন।
জিএম মুজিবুরের মা লাইলী বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা গেজেট সম্পাদক মোঃ মাহমুদ আহসান ও নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান। অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ।
খুলনা গেজেট/এনএম