২০১৮ সালের নিদাহাস ট্রফিতে বিখ্যাত হয়ে গিয়েছিল মুশফিকুর রহিমের ‘নাগিন’ নাচ। সেই ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকারকেও দেখা গিয়েছিল ‘নাগিন’ নাচতে। এরপর থেকে দুই দলের খেলা মানেই ‘নাগিন’ নাচের উপস্থিতি। গতকাল বৃহস্পতিবার এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও সাকিবদের পরাজয় দেখে শ্রীলঙ্কান দর্শকরা ‘নাগিন’ নাচ নেচেছেন।
এবার নাগিন রূপে ধরা দিলেন আফগান স্পিনার রশিদ খান। আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে আফগানিস্তান। এই ম্যাচটি বাংলাদেশের জন্য মরণ বাঁচন লড়াই। হারলে দেশে ফেরার বিমানে উঠতে হবে।
জিতলেও সুপার ফোর নিশ্চিত নয়। বড় ব্যবধানে জিতে রানরেটে এগিয়ে থাকলে তবেই সুপার ফোরে যেতে পারবেন সাকিবরা। গতকাল শ্রীলঙ্কার দ্বিতীয় সারির বোলিং আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ যেভাবে ধসে গেল, তাতে রশিদ খানদের বিপক্ষে শংকা বাড়বে এটাই স্বাভাবিক। নিজেদের প্রথম ম্যাচের আগে আজ শুক্রবার এশিয়া কাপের অফিসিয়াল জার্সি পরা ক্রিকেটারদের ছবি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবিতে রশিদ খানকে দেখা যাচ্ছে নাগিন রূপে! যা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। কমেন্টবক্সেও ক্রিকেটপ্রেমীরা লিখছেন, এটা তো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার লড়াইয়ের ট্রেডমার্ক। তাহলে কি রশিদও লেগ স্পিনে সাকিবদের ছোবল দেওয়ার অগ্রিম ‘হুমকি’ দিয়ে রাখলেন?
খুলনা গেজেট / এএজে