খুলনা, বাংলাদেশ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী, বেঁচে গেলেন স্ত্রী
  সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে : ইসি রাশেদা
  ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বাংলা ভাষার উচ্চারণে

আবদুস সালাম খান পাঠান

যেখানে আমার সকল ভাবনা, চিন্তা, যে ভাষায় রয়েছে,
আমার, মায়ের ভালোবাসা; বুকের স্নেহ-আবেগ, অনুরাগ!
যেখানে আমার মাটির মসৃনে, রাজপথে ভাষা শহীদের
তাজা রক্তের দাগ, বায়ান্নের ভাষা আন্দোলনে
শহীদের বুকের লাল রক্ত ঝরা, জীবনের স্পন্দন, মৃদু আর্তনাদ।

আমার মুখের বুলি চলতি ভাষা, আমার কুসুম পল্লবিত
– প্রাণ। রুদ্র অন্ধকার ভেদী আলোর পথে, নয়া
জীবনের জয়গান। বাংলা ভাষা আমার প্রদীপ্ত প্রাণ।
সবুজ প্রকৃতির মুক্ত বাতায়নে, বাংলা ভাষার জন্য
‘অশ্রুঝরা হৃদয়ের শতো কান্না’, শতো আবেগ, উন্মেষ।
অপরূপে রজনীগন্ধা সুবাসে সূর্যোদয়ের রঙিন সুপ্রভাত।
অপূর্ব সাড়া, গীতি কবিতার ছন্দে অভিনব শব্দ-চয়ন, মধুর রস
সিঞ্চন। শান্তিময় নির্মল বাংলার সনেট, পয়ার ছন্দে
-লিখা, ভালবাসার গান।

ভাষা আন্দোলন এক গর্বের ইতিহাস, জাগ্রত বাসনা
সভ্যতার বিকাশে, হাস্যোজ্জ্বল প্রেরণা, বর্ণমালার নতুন
পুষ্পঘ্রান। বিশ্বের গৌরবে, মাতৃভাষা ঐতিহ্যে এগিয়ে যাওয়া।
– এদেশের সংস্কৃতি, চেতনায়, বাংলা বাক্য, উচ্চারণে
আজ কাব্য-কলায়, ভালোবাসার সাগরে উত্তাল জোয়ার।

অমর একুশ; গুচ্ছ গুচ্ছ ফুলের শোভায়, মরমী চৈতন্যে
-আবেগ, অনাবিল সুখ, প্রেমের সমাধিতে উজ্জ্বল,
“ভাষা সৈনিক-শহীদদের, নামফলক চির ভাস্বর।”
শিশির ভেজা, ঊষায়, পায়ে হাটা পথে, বাংলা ভাষার বসন্ত
আবহে, মনে উত্তাল স্নিগ্ধ হাওয়া।

লেখক: Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!