খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

বন্ধ পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

গত ৩০জুন বন্ধ হয়ে যাওয়া রাস্ট্রায়ত্ব ২৫টি পাটকলের শ্রমিকদের বকেয়া মজুরী এবং ন্যায্য বোনাস পবিত্র ঈদুল আযহার পূর্বেই প্রদানের জোর দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। কর্মহারা এবং অনিশ্চিত ভবিষ্যতের চরম দুশ্চিন্তাগ্রস্থ শ্রমিকের এসকল ন্যায্য পাওনা সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ি মানবিক কারণে আগামী ২দিনের মধ্যে পরিশোধ করবে বলে বিএনপি নেতৃবৃন্দ আশা করেন।

সোমবার (২৭ জুলাই) রাতে খুলনা মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, প্রায় একমাস যাবৎ রাস্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে দেয়ায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে চরম আতংক ও অসন্তোষ বিরাজ করছে। এসব পাটকলে প্রায় ২৫ হাজার শ্রমিক ও তাদের পরিবার ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় একেবারেই দিশেহারা। খুলনার শিল্পনগরী খালিশপুর এখন প্রায় মৃতুপুরী। এমতাবস্থায় জুলাই মাস শেষ হতে চললো এবং একইসাথে পবিত্র ঈদুল আযহা একেবারে দোরগোড়ায়। কিন্তু বিদ্যমান শ্রম আইন অনুযায়ি শ্রমিকদের ন্যায্য বোনাস প্রদানের কোন নিশ্চয়তা এখন পর্যন্ত শ্রমিকরা পায়নি।

এছাড়া পূর্বের প্রাপ্য ২০১৯ সালের ৬ সপ্তাহের মজুরী এখন পর্যন্ত রয়ে গেছে। প্রচালিত বিধি অনুযায়ি কোন শুমিক বছরে ১৬০ দিন কাজ করলে তিনি পূর্ণ বোনাস এবং ৮০ দিন কর্মরত থাকলে অর্ধ বোনাস পাওয়ার হকদার। অথচ এবিষয়ে ন্যায্যতা অনুযায়ি প্রাপ্য বোনাস দেওয়ার কোন কার্যকর পদক্ষেপ গ্রহল না করে শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। কোন শ্রমিক ৮ ঘন্টার অধিক শ্রমঘন্টা কাজে নিয়োজিত থাকলে তিনি ঘন্টা হিসেবে অতিরিক্ত সময়ের মজুরী পাওয়ার অধিকারী হবেন। অথচ এবিষয়ে পূর্বের বকেয়া শ্রমিকদের পাওনার সাথে হিসাব না করে তাদের ন্যায্য পাওনা বঝ্চিত করা হচ্ছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। এতদ্ব্যতীত খালিশপুর শিল্পঞ্চলের দৌলতপুর জুট মিল এবং খালিশপুর জুট মিলের বদলী শ্রমিকদের ২০১৫ সালে ঘোষিত মজুরী কমিশন অনুযায়ি বর্ধিত বকেয়া পরিশোধ না করার বিষয়টি জানা গেছে। বিষয়গুলি খুবই উদ্বেগের এবং অন্যায্য ও অমানবিক।

খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বন্ধকৃত রাস্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের প্রতি সরকার প্রদত্ত প্রতিশ্রুতি ও ঘোষণা মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বকেয়া মজুরী ন্যায্য বোনাসসহ যাবতীয় পাওনা দ্রুত পরিশোধে বিশেষ করে বোনাস বকেয়া মজুরী ঈদের পূবেই প্রদানে জোর দাবি জানান। একান্ত মানবিক বিবেচনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের প্রাপ্য আগামী ২দিনের মধ্যে প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার যথাযথ পদক্ষেপ নিবে বলে খুলনা মহানগর বিএনপি আশা করে।

নেতৃবৃন্দরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু, আব্দুর রহিম বক্স দুদু, মুজিবর রহমান, আবুল কালাম জিয়া, মোহাম্মদ হোসেন ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!