হোমিও চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোমিও মেডিকেল এ্যাসোসিয়েশন ও হোমিও জ্ঞান মঞ্জুরি কল্যাণ সমিতি এই আলোচনা সভা ও বিজ্ঞান সেমিনারের আয়োজন করে।
শনিবার (১৯ এপ্রিল) নগরীর দৌলতপুর (দিবা/নৈশ্য) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও বিজ্ঞান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো চীফ এনামুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন হোমিও চিকিৎসক ও খুলনা হ্যানিম্যান ফার্মেসীর স্বত্বাধিকারী ডাঃ সৈয়দ আবু শাহীদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো চীফ এইচ এম আলাউদ্দিন।
বিএইচএমএ খুলনা বিভাগীয় সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও বিজ্ঞান সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও চিন্তাবিদ পন্ডিত ডাঃ সমরেশ চন্দ্র রায়, দৌলতপুর বরিক হোমিও ফার্মেসীর স্বত্বাধিকারী ডাঃ জিএম খালেক, বিএইচএমএ খুলনা মহানগর কমিটির সভাপতি ডাঃ হুমায়ুন কবির, হোমিও চিকিৎসক ডাঃ অসীম কুমার মন্ডল, খুলনা হোমিও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডাঃ ফারুক হোসেন, আইনজীবী ও এফপিএবি’র খুলনা শাখার সভাপতি এ্যাডঃ অচিন্ত্য কুমার দাস।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ কাজী হান্নান, ডাঃ খাইরুল আলম প্রমূখ।
খুলনা গেজেট/এইচ/লিপু