খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন ও বিভিন্ন হলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯ টায় ক্যাম্পাস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০ টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভা এবং আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখিত সকল কর্মসূচি সরকারের জারিকৃত স্বাস্থ্যবিধি নির্দেশিকা অনুসরণ করে অনুষ্ঠিত হবে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম