খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ
  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

বঙ্গবন্ধু শতবর্ষে ফিরে দেখা গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু শতবর্ষে ফিরে দেখা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান  মঙ্গলবার রাতে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি ছিলেন।

প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং সরকারি ব্রজলাল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল। এতে সভাপতিত্ব করেন সরকারি ব্রজলাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিক-উজ-জামান। স্বাগত জানান সরকারি ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। শুভেচ্ছা জানান খুলনা জেলা পুস্তক ও প্রকাশনা সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন। খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি সহযোগিতায় ঢাকা বুকভিলা পাবলিকেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

২৭ জন প্রথিতযশা লেখকের এই বইটি সম্পাদনা করেছেন অধ্যাপক শরীফ আতিক-উজ-জামান ও সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। চারশত আট পৃষ্ঠার এই বইটির দাম অফসেট বাঁধাই পাঁচশত ৫০ টাকা ও পেপার ব্যাক তিনশত ৫০ টাকা।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!