খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

ফ্রি-ফায়ার গেম নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

গে‌জেট ডেস্ক

গোপালগঞ্জে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কবির সরদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদরের ভজরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহত কবির সরদার ওই গ্রামের সাত্তার সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে ভজরগাতী গ্রামের টিটু সরদার ও হাসান সরদারের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে ওই রাতে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় ঠেকাতে গিয়ে সংঘর্ষকারীদের ধারালো অস্ত্রের আঘাতে কবির সরদার গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা কেন্দ্র করে ভোজরগাতী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!